চতুর্থ ধাপে অনুষ্ঠিততব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি গতকাল রোববার এক বিবৃতিতে এ অনুরোধ জানান। এসময় তিনি বলেন যারা দলের মনোনয়ন চেয়েছেন এবং দলের কোনো না কোনো সংগঠনের পদে রয়েছেন তাদের অবশ্যই দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার বৃহত্তর স্বার্থে তিনি তাদেরকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে দলীয় আনুগত্য মেনে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানান। একই সাথে তিনি বলেন, যারা দলের নির্দেশনা ও আনুগত্য মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করবে না মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখের পর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।