আখাউড়া থেকে বাদল আহাম্মদ খান: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে খারকোট, মিনারকোট ও শিবনগর যুব সমাজের আয়োজনে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় স্থানীয় শিবনগর উত্তরপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম ভূঁইয়া। ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবনগর উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া।
নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া, তাইজুল ইসলাম ভূঁইয়া, মোঃ নুরুল বাসার বাবুল, বাচ্চু মিয়া, মামুন ভূঞা, ইদ্রিস মিয়া, কাউসার মিয়া, সেন্টু ভূঁইয়া, আবু নাছার, মোঃ শরীফ মিয়া, দুলাল মিয়া, ফজলুল হক, আল-আলমীন ভূঁইয়া, ওবায়দুল ভূঁইয়া, ফায়েজ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া, আব্দুল হালিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বিগত দিনের মেম্বারদের কর্মকাণ্ডের কথা বিবেচনা করে আমাদের এই ওয়ার্ডের জন্য একজন শিক্ষিত, সৎ, দক্ষ, মেধাবী ও ভালো মনের মানুষকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই। এরই ধারাবাহিকতায় শিবনগর, খারকোট, মিনারকোট সহ এই ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মেম্বার হিসেবে রফিকুল ইসলাম সবুজ ভাইকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২৬শে ডিসেম্বর সমর্থন ও ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আর মেম্বার প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সবুজ বলেন, এই এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করে তাহলে সর্বদা আমি তাদের সুখে-দুখে পাশে থাকবো, একজন মেম্বার এর কাছ থেকে জনগণের যতটুকু সেবা পাওয়ার উপযুক্ত সবকিছুই তারা সম্পূর্ণ হয়রানিমুক্ত ভাবে আমার কাছ থেকে পাবে। আমি সর্বদা জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।