অপরাধ পত্র প্রতিবেদনঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শহীদ বুদ্দিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ডিসেম্বর বৃহম্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপদিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথিসহ উপস্থিত ছিলেন.কসবা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোলাম হাক্কানী,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি সন্জীব সরকার,কসবা থানা অফিসার ইনর্চাজ মো:আলমগীর ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শহীদুল্লা, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার,উপজেলা, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম আহবায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলামসহ জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক, সভাপতি পুরাতন বাজার কমিটি ,সভাপতি স’মিল মালিক সমিতি,সভাপতি বাস মালিক সমিতি, সভাপতি সি এন জি মালিক সমিতি, সভাপতি ডায়াগনষ্টি সেন্টার মালিক সমিতি, সভাপতি সরকারী কর্মচারী কল্যাণ সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।,