অপরাধ পত্র: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো:গোলাম হাক্কানীকে রোববার দুপুরে উপজেলার আবু নাছার মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়রের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কসবা উপজেলার লবখাঁ গ্রামের আবু নাছার মাস্টার ফাউন্ডেশন। রোববার দুপুরে আবু নাছার মাস্টার ফাউন্ডেশনের পক্ষে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন;কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো:শহিলদুল্লাহ,মূলগ্রাম ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, চারগাছ এন আই ভুইয়া ডিগ্রী কলেজের প্রফেসার কে এম রেজাই রাব্বী,আনোয়ার সাদাত,মো:ছায়েদুল ইসলাম,ইয়াকুব,গোলাম হাক্কানী,তারেক আজিজ, আমিনুল ইসলাম ও কসবা পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া পাঠানসহ অনেকেই।