অপরাধ পত্র প্রতিবেদন:
নদী সচল না থাকলে সব কিছুরই ছন্দপতন ঘটবে। নদী খনন না করে সচল রাখলে অধিক বৃষ্টির পানিতে তলিয়ে যায় জমির ফলস। এমনি ঘটনা ঘটেছে কসবায়। বিজনা নদীটি খনন না হওয়ায় পলি ও বালু জমে বিজনানদী তলদেশ ভরে গেছে।
যার ফলে বৃষ্টি হলেই পানি না সড়তে পেরে ফসলি জমি আর বীজ তলা প্রতিবছরই ক্ষতিগ্রস্থ হতে হয় স্থানীয় কৃষকরা। আইনমন্ত্রীর কাছে বিজনা নদী খননের দাবী করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে মজলিশপুর লৌহার ব্রীজস্থ রাস্তায় বিজনা নদী খনন করে কৃষকের জমির ফসল ও বিজতলা বাচানোর দাবী করেছেন কৃষকরা। নদীটি খননের দাবী জানান; এডভোকেট এনামূল হক কাজল,সাইফুল সোহেল,শুক্কুর,হামদু,রফিক,ইয়াছিন,নাবিদ ওজামালসহ আব্দুল্লা।