অপরাধ পত্র ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদ ভিওিক শিশু ও গণশিক্ষা কাযর্ক্রম ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ শিক্ষা বর্ষে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রেরশিক্ষকগণের নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
্বআজ ৯ডিসেম্হবর বৃহম্পতিবার সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে নারী পুরুষ মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষ বোডে উপস্থিত ছিলেন কসবা উপজেলঅ নির্াহী অফিসার মাসুদ উল আলম,উপজেলঅ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ,কসবা উপজেলঅ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য যে,গত২২নভেম্বর ২০২১ইং কসবা উপজেলার ১০টি মসজিদ ভিওিক শিশু ও গণশিক্ষা মসজিদ কেন্দ্রের শিক্ষকের নামে অনিয়ম করার বিষয়ে অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক ঢাকা বরাবরে কসবা উপজেলার মডেল কেয়ার টেকার মো:আকতার হোসাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরক করা হয়।