অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় ৫ জন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় তাদের এই সম্মাননা দেয়া হয় ।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান । এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানম , পৌর মেয়র মিসেস নায়ার কবির , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ।