অপরাধ পত্র ডেস্ক:
কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। বৃহম্পতিবার ( ৯ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন বলেন; ঘুষ একটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে সমাজকে আক্রান্ত করছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র ঘুষ প্রথার কারণে আক্রান্ত। তবে কসবা সহকারী কমিশনারের অফিস ও ভূমি অফিস এবং কসবা থানা পুলিশ ঘুষ গ্রহণ করা বন্ধ করতে হবে। তাহলে মানুষ ন্যায় বিচার সহ সঠিক সেবা পাবেন। সেবাপ্রাপ্তি নাগরিক অধিকার। ঘুষ গ্রহণের কারণে এ অধিকার অনেকটাই হরণ করা হয়েছে। দুর্নীতি বন্ধ করতে হলে প্রচলিত পদ্ধতি বদলাতে হবে। মানুষ অধিক সচেতন হলে এক কথায় দেশে ঘুষ আর দুর্নীতি থাকবে না। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ;কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা থানা পরিদর্শক তদন্ত মোঃ হাবিবুর রহমান প্রমুখ।