অপরাধ পত্র:
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কসবা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১৫জন প্রতিবন্ধিদেরকে হুইল চেয়ার প্রদান করেন। কসবা উপজেলা পরিষদ চত্বরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। রোববার দুপুরে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাইয়ুম, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন কসবা সমাজ সেবা অফিসার রাজু আহম্মদ। এই সময় সুদমুক্ত ৬জনকে লোন প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।