বাদল আহাম্মদ খান,আখাউড়া থেকে:
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছে আখাউড়া উপজেলা ছাত্রলীগ। গত রোববার বিকালে আজমপুর এলাকায় উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভায় মোঃ শাহজাহানকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু।
এসময় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে সমর্থন দেয়। উত্তর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মী সমাবেশ
সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু। আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুস্ময় খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য শাহীন আহমেদ।পৌর ছাত্রলীগ নেতা দেবাশীষ ঘোষ হৃদয়, রাশেদুল আলম রিফাত, কলেজ ছাত্রলীগ নেতা আবু বক্কর, মোঃ আরিফ প্রমুখ।বক্তারা বলেন, মোঃ শাহজাহান একজন সৎ, যোগ্য, ভদ্র, বিনয়ী। একজন সফল ব্যবসায়ী। তার কোন চাওয়া পাওয়া নাই। তিনি সব সময় এলাকায় থাকেন। তিনি নির্বাচিত হলে নিস্বার্থ ভাবে এলাকার উন্নয়ন করবেন। মানুষকে সম্মান দিবে ভালোবাসবে। আমরা উপজেলা ছাত্রলীগ তাকে সমর্থন দিয়েছি।
উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা তার পাশে থেকে তার পক্ষে কাজ করবে। আমরা উপজেলা ছাত্রলীগও তার পক্ষে থাকব। উল্লেখ, এর আগে উপজেলা যুবলীগ এবং আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজলও মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছে।