অপরাধ পত্র: কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর তিনটি শাখাতে লটারীতে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তির কাযক্রম শুরু হয়। মোট ৫১৫জন আবেদন করেন এর মধ্যে ২১০ জনকে চুড়ান্ত করা হয়েছে।
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন,উপজেলঅ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জাফর আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলঅ প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।
এই সময় বিদ্যালয় পডরিচালনা কমিটির সদস্য আবু সামা,ময়নাল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। একই সাথে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়,কসবা সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়।