বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে:
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দিবস উপলক্ষে সোমবার বিকালে আখাউড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ যৌথ কুচকাওয়াজ, একে অপরকে ফুল, মিষ্টি ও গাছের চারা বিনিময় করেছে। বিকেল সাড়ে চারটায় আখাউড়া-আগরতলায় সীমান্ত রেখার এ পারে বিজিবি এবং ওপারে বিএসএফ কুচকাওয়াজে অংশ নেন। সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মান জানান নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে। এসময় চৌকস গার্ডদল স্বশস্ত্র সালাম ও ভিওগলে সুর বাজান। সীমান্তের দু’পাশে দর্শনার্থীরা এ অনুষ্ঠান উপভোগ করেন। এসময় তারা করতালির মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ দলকে অভিনন্দন জানান।
পরে বিজিবি কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মোঃ শাহরিয়ার ইকবাল সাংবাদিকদের বলেন, আজ বিজিরি জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস। দিবসটিকে আমরা বিজিবি দিবস হিসেবে পালন করছি। বিজিবির ২২৬ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। ১৭৭৫ সালে লোকাল রামগড় ব্যাটালিয়ন নামে এ বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। তখন এ বাহিনীতে জনবল ছিল মাত্র ৪৪৮ জন। কালের পরিক্রমায় এ বাহিনীর নাম পরিবর্তন হয়েছে ১০ বার, পোষাক পরিবর্তন হয়েছে ৭ বার। সময়ের প্রয়োজনে এবং প্রয়োজনের দাবীতেই এ পরিবর্তনগুলো হয়েছে। অনেক চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে এ বাহিনী এগিয়ে এসেছে। আজ বিজিবি সম্পূর্ণরূপে বিকশিত। আমাদের যে কোন গুরুত্বপূর্ণ দিবসে আমাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আজকে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমরা জয়েন্ট রিট্রিট সিরিমনি ও চা চক্রের আয়োজন করেছি। আমরা সব সময় পাশের রাষ্ট্রের সাথে সু সম্পর্ক বজায় রেখে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকি। আজকের দিনে সবার কাছে কামনা আমরা যেন সরকার কর্তৃক দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ত্রিপুরার গকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ রঞ্জন লাল সাংবাদিকদের বলেন, আমরা সব সময়ই বাংলাদেশের সাথে আছি এবং থাকব। আজ এ শুণ্য রেখায় ওয়াদা করছি আমরা সাথে চলব। আমরা যে ওয়াদা করি তা পালন করি। পালন করব। এদিনে বিজিবিকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজিবি ও বিএসফ এর মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।
এসময় সীমান্তে উপস্থিত ছিলেন, সুলতানপুর বিজিবির উপ অধিনায়ক মেজর মো. নূরুল আবছার, মে