ফারজানা রশীদ ঢালী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ায় ব্যাক্তিগত অর্থায়নে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।
আগামী ২৬ডিসেম্বর রোববার বেলা ২টায় গোপীনাথপুর ও কসবা পৌরসভা বেলা ৩টায়,কসবা পশ্চিম ইউপি বেলা ৪টায়।২৭ডিসেম্বর সোমবার কায়েমপুর ইউপি বেলা ২টা,কুটি ইউপি বেলা ৩টা ও খাড়েরা ইউপি বেলা ৪টায়। ২৯ ডিসেম্বর বুধবার বিনাউটি ইউপি বেলা ২টায়, মূলগ্রাম ইউপি বেলা ৩টায় এবং ৩০ ডিসেম্বর বৃহম্পতিবার বেলা ২টায় বাদৈর ইউপি ও মেহারী ইউপি বেলা ৩টায় কমম্বল বিতরণ করা হবে বলে আইনমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে প্রকাশ। আইনমন্ত্রী কম্বল বিতরণ কালে কসবা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অসহায় মানুষের সাথে কথা বলতে পারেন সূত্রটি জানান। কিছু দিন আগে বায়েক ইউপিতে কম্বল বিরতণ করেছেন আইনমন্ত্রী ।