আফরোজা রশীদ ঢালী হাসি:
এখন বিস্তারিত- “স্মার্ট ফোনে আসক্তি পড়া শোনার ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর সমাপনী আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ডিসেম্বর বৃহম্পতিবার দুপুরে মহিলা কলেজের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাফর আহমেদ,হোসেন,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা মহিলা ডিগ্রী কলেজের আবুল,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন মান্টার সহ জনপ্রতিনিধি,সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন বলেন; বর্তমান সরকারের আমলে বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজম্মের জন্য একটি সহজ,সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোন বিকল্প নেই । বিজয়ী ৬জনদের মাঝে প্রধান অতিথি,সভার সভাপতি ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেছেন।