আফরোজা রশীদ ঢালী হাসি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা বিনাউটি ও গোপীনাথপুর ইউপির সিনাই নদী পুন:খনন কাজের উদ্বোধন উদ্বোধন। দুই ইউনিয়ন বাসীর দাবীর প্রেক্ষিতে দীর্ঘদিন পর উপজেলার দুই ইউরয়নের মধ্য দিয়ে প্রভাহৃত সিনাই নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ডিসেম্বর শনিবার দুপুর দিকে ব্রাহ্মণগ্রাম ব্রীজ থেকে নদী খনন কাজের উদ্বোধন করা হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,রাশেদুল কাওছার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া বিএডিসির নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
কসবা উপজেলা বিএডিসি উপ সহকারী প্রকৌশলী মো:মাহফুজুর রমানের পরিচালনায় উপস্থিত ছিলেন,এড.এনামুল হক কাজল,বিএনাউটি ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজমুল আলম খান বেদন,কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক,আবু তাহের,,ভিপি আলমগীর প্রমুখ। জানা গেছে, সারা দেশের ন্যায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় ১০ কিলোমিটারসহ অতিরিক্ত আরও ৪কিলোমিটার সিনাই নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।