বাদল আহাম্মদ খান:
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আখাউড়ায় চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বিহীন নির্বাচন হয়েছে। ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ধরখার ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী এক ’শ নিচে ভোট পেয়েছেন। তারা হলেন মোঃ ইয়াকুব রহমান (টেবিল ফ্যান) প্রতীকে ৩৫ ভোট, মোঃ মজিবুর রহমান (রজনীগন্ধ্যা) ৬০ ভোট ও শারমিন সুলতানা (দুটি পাতা) ৬২ ভোট। এত কম ভোট পাওয়ায় এলাকায় আলোচনার খোরাক হয়েছেন। ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ১১ জন। এরমধ্যে মোঃ শাফিকুল ইসলাম (মটর সাইকেল) প্রতীকে ৩ হাজার ৬৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রদত্ত বৈধ ভোট ১৬ হাজার ৮৯০।
রোববার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে সুষ্ঠু ভোট হবে। যার যে পদে খুশি নির্বাচন করবে। কোন বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করা হবে। আইনমন্ত্রীর দিক নির্দেশনায় প্রশাসনের কঠোর নজরদারিতে এবং ভোটারদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল । সাধারণ মানুষও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। ভোটের সুষ্ঠু পরিবেশ করায় ভোটাররা আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ReplyReply allForward
|