অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্রী অপহরণের তিন দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। গত ২৭ডিসেম্বর পৌরসভার তালতলা বুডাংপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর মা ৩ জনকে অভিযুক্ত করে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন ।
মামলার বিবরণে জানা গেছে, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের মামুনুর রশীদ দুলুনের ছেলে মোশারফ হোসেন লিটন (২৬) প্রেম নিবেদন করে নানাভাবে উত্যক্ত করতো। এ কথা স্কুল ছাত্রী তার মা বাবাকে জানালে বখাটে লিটন ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেয়। গত ২৭ ডিসেম্বর বিকাল ৩টার ৩০মিনিটের দিকে ওই স্কুলছাত্রী পাশের রাস্তায় চলা ফেরা করার সময় একটি সিএনজি গাড়ীতে মুখে কাপড় চাপা দিয়ে অপহরণ করে লিটনসহ তার সহযোগীরা দ্রুত নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে অচিরেই তাকে উদ্ধার করা হবে বলে তিনি জানিয়েছেন। এই দিকে স্কুল ছাত্রীর উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান আইনমন্ত্রীর কাছে ভুক্তভোগী পরিবারসহ বুডাংপাড়ার লোকজন।