বায়েজিদ রশীদ ঢালী:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (৪ জানুয়ারি) কসবা উপজেলঅ ছাত্রলীগ নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৪ জানুয়ারী মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন। বিএনপি হলো বাংলাদেশের জন্য সাপ।এই সাপকে জীবিত রাখা যাবে না। বিএনপি হচ্ছে আমাদের ও বাংলাদেশের জন্য একটা সাপ বলে আইনমন্ত্রী আনিসুল হক উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন বিএসপি সন্ত্রাসকে বিশ্বাস করে আমরা গণতন্ত্রের মাধ্যমে এই সাপকে বিতারিত করবো। আগামী ৩১ জানুয়ারী ইউপি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও আমাদের বিশ্বাসী প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয় করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা এই বার্তা নিয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করার জন্য আহবান জানান।
কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন;কসবা উপজেলা পরিষ চেয়ারম্যান এড রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,কসবা পৌর সভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলঅ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলার ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কসবা উপজেলঅ যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সহ অনেকে। কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলামের পরিচালনায় ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কেটে আর মিলাদ দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।