অপরাধ পত্র:
কসবা উপজেলার আসন্ন ৭নং কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে জোট বেঁধেছে তিনজন ভোট দিবে জনগণ ২ডিসেম্বর দুপুরে এই স্লোগানকে সামনে রেখে বিশাল শোডাউন।
কসবা পশ্চিম ইউপি নির্বাচনে জোটে চেয়ারম্যান প্রার্থী ৫জন। যথা্ক্রমে মো:মনির হোসেন,মো:আবুল কালাম আজাদ,আবু ইউছুব ভুইয়া,আজাদ সরকার ও খন্দকার আতাউর রহমান। মো:মনির হোসেন,মো:আবুল কালাম আজাদ নির্বাচনে অংশ গ্রহণ না করে তিনজনকে সমর্থন দিয়েছেন। জোটের তিন প্রার্থী হলেন আবু ইউছুব ভুইয়া,আজাদ সরকার ও খন্দকার আতাউর রহমান। তিনজনই আজ মিলিত হয়ে মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসে জমাদান করেন।
অবস্থা বুঝে তিন জন থেকে যে কোনো একজন চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা দিয়ে আগামী ৩১ জানুয়ারী নির্বাচনে জোটের পক্ষে জনগণের রায়ে বিজয় আনার কথা বলেছেন। জোটবদ্ধকে প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে আকছিনা বাজার জামে মসজিদ চত্বর থেকে আকছিনা বড় ঈদগাহ মাঠ হয়ে হাসপাতাল ও নতুন বাজার রাস্তা দিয়ে বিশাল মিছিল নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমাদান করেন।
জোটের পক্ষে কসবা পশ্চিম ইউপির আওয়ামী লীগের সাবেক সভাপতি মো:মনির হোসেন বলেন;এবার খেলা হবে। খন্দকার ফায়েজ বলেন জোট হয়ে তিন জন ভোট দিবে জনগণ।
আগামী ৩১ শে জানুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করতে জোটবদ্ধ চেয়ারম্যান প্রার্থীরা এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন।