অপরাধ পত্র:
কসবা উপজেলার কামেমপুর ইউপি পানিয়ারূপ বাজারে গতকাল প্রায় ৪টায় একই গ্রামের ডেজার ব্যবসায়ী হাজী মিলন মিয়ার প্রতিবেশী অন্তর হোসেনের বসতবাড়ি ভরাট করতে ১লাখ টাকা নিয়েছেন। হাজী মিলন মিয়া মাটি ভরাট না করে আজ না কাল টাকা দিবে দিচ্ছে করতে থাকেন। গতকাল অন্তর হোসেন জানান; আমি টাকাটা খুজতে গিয়ে হামলা করলে উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়।
ঊভয় পক্ষ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। এই দিকে ডেজার ব্যবসায়ী হাজী মিলন মিয়ার কাছে এলাকার বহু লোক টাকা পাওনাসহ জমি দখল ও রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এই দিকে অন্তর হোসেন বাদী হয়ে হাজী মিলনসহ কয়েকজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।
আজ সকালে বিলঘর দক্ষিণ পাড়া ও গোবিন্দপুর মধ্য পাড়ার রাস্তায় কয়েক শতাধিক নারী পুরুষ ডেজার ব্যবসায়ী ও দখলবাজ হাজী মিলনের বিচারের দাবীতে শোলাগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। গতকাল রাতে কসবা হাসপাতালে হাজী মিলন মিয়া সাংবাদিকদের কাছে বলেন; নির্বচনী জের ধরে আমাকে ও আমার ছেলের উপর হামলা করেন।
আজ দুপুরে হাজী মিলন মিয়ার বিরুদ্ধে কয়েক শতাধিক লোক লিখিত অভিযোগ দায়ের করিলে কসবা সহকারী কমিশনার ভূমি সন্জীব সরকার সরেজমিনে তদন্ত করেন এবং ঘটনার সততা পেয়েছেন এবং এই বিষয়ে মিলন মিয়াকে নোটিশ করবেন সুউওর দিতেনা পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।