অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে পুলিশের ব্যতিক্রমী ‘একই মঞ্চে সকল প্রার্থী’ অনুষ্ঠান হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশাসনের দিকনির্দেশনায় কসবা থানা পুলিশিআজ ১৯ জানুয়ারী বুধবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউপির চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সব প্রার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান, ৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩১ জন সাধারণ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হাসিমুখে একে অপরের হাত ধরে মঞ্চে এসে নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। সবাই অঙ্গীকার করেন নির্বাচনে জয়-পরাজয় যাই হোক তা হাসিমুখে মেনে নেবেন। বিজয়ী হলে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। অনুষ্ঠানে বিভিন্ন পদের ৪৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, সহ-রিটানিং অফিসার মো: রফিকুল ইসলাম,কসবা থানার ওসি মো:আলমগীর ভুইয়া,কসবা থানা পুলিশ তদন্ত মো:হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য আগামী ৩১জানুয়ারী কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার কসবায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে।