অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। এ সময় বক্তব্য রাখেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্জীব সরকার,কসবা থানার উপ পুলিশ পরির্দশক ওশোন আলী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক আব্দুল হান্নান, চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আসন্ন ৩১জানুয়ারী কসবা উপজেলারর ৭ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও। কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীপাহাড় কাটা,কসবা হাসপাতাল সংলগ্ন খাল ভরাট ও ড্রেজার জমি ক্ষতিসাধন প্রতিরোধ কল্পে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ করেন।