অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ায় বালু বোঝাই ট্রাক চাপায় খায়ের মিয়া
( ৪৫ ) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে । রবিবার সকালে কুমিল্লা – সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে । সে শহরের নয়নপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক ( এসআই ) সুজন কুমার চক্রবর্তী জানান , সকালে আশুগঞ্জ – আগরতলা চার লেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক পুনিয়াউটের দিকে যাচ্ছিল ।
এ সময় পিছন থেকে অটোরিকশাটি ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে চাপায় পড়ে । এতে ঘটনাস্থলেই রিক্সা চালক খায়ের মিয়া নিহত হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় । এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক আব্দুল হাইকে আটক করা হয়েছে
ReplyForward
|