অপরাধ পত্র:
কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আবুল হাশেম ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
আজ ২৫ জানুয়ারী মঙ্গলবার আছর বাদ আড়াইবাড়ি দরবার শরীফ মাঠ চত্বরে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জানামাজে উপস্থিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,সাবেক পৌর কাউন্সিলর আবু ছায়েদ প্রমুখ।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা জানামাজে অংশ গ্রহণ করেন।