অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়া কসবার কায়েমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আচরণবিধি লঙ্ঘন করায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ১ জন চেয়ারম্যান, ১ জন মেম্বার প্রার্থী । আজ ২৮ জানুয়ারী শুক্রবার জুম্মা নামাজের আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের নেতৃত্বে ৯নং কাইমপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ করে ১২টি খামে ৫শত টাকা করে ৬হাজার টাকা প্রদানের দায়ে অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী ভুইয়ার লোক সাইফুল ইসলামের হাতে থাকা ৬হাজার টাকা জব্দসহ ৫হাজার টাকার জরিমানা করেন। একই সাথে ঐ ওয়ার্ডের ফুটবল মেম্বার প্রার্থী বাচ্চু মিয়াকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।