অপরাধ পত্র :
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব , বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক , মেডক্রিসেন্ট ইউনিট সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম , পাইকপা নিবাসী ডাঃ এ এস এম ওবায়দুল হক গত ৩১ জানুয়ারী সোমবার রাত ১১ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইস্তকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । মৃত্যুকালে উনার বয় হয়েছিল ৮৫ বৎসর । তিনি পুত্র কন্যা ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন । গতকাল মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা বাদ জোহর পাইকপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে পরে শেরপুরস্থ গোমস্থানে দাফন করা হয় ।
উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর শোক
প্রবীন চিকিৎসক ডাঃ এ এসএম ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও । শোক বার্তায় তিনি উল্লেখ করেন ডাঃ এ এএম ওবায়েদুল সেবা মনস্কতায় বিশেষ করে চিকিৎসা সেবায় যোনন্য অবদান রেখে গেছেন তা ব্রাহ্মণবাড়িয়া বাসী যুগে যুগে স্মরণে রাখবে উনার মৃত্যুতে এক সৎ নির্ভিক সমাজসেবীকে আমরা হারিয়েছি ।
ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর শোক
ব্রাহ্মণবাড়িয়ার ক্রিসেন্ট কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ এস এম ওবায়দুল হকের মৃত্যুতে ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এম পরিচালনা পর্ষদ সহ শিক্ষক অভিভাবক বৃন্দ গভীর শোক প্রকাশ করেছে । এক শোক বার্তায় জানানো হয় । ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠা সময় থেকে আজীবন তিনি এর উন্নয়নে অবদান রেখেছেন । উনার সহধর্মিণীও এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন । শিক্ষা ক্ষেত্রে উনার অবদান স্মরনীয় হয়ে থাকবে । উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশকরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের মাগফেরাত কামনা করা হয় ।