অপরাধ পত্র:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৬নং গোপীনাথপুর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের কৌশল অবলম্বনে ফলাফল কারচুপি ও ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।
এই সংবাদ সম্মেলন করেন উপজেলার ৬নং গোপীনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী যথাক্রমে মো.রফিকুল ইসলাম (আপেল প্রতীব) ও মো:নবী মিয়া (মোড়গ প্রতীক)।
বৃহম্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে বুধবার বেলা ২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ভাতশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার প্রভাষক মো:হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে গোপীনাথপুর ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো:রফিকুল ইসলাম (আপেল প্রতীক)ও মো:নবী মিয়া (মোড়গ প্রতীক ) এর সমর্থকরা ফলাফল কারচুপিসহ প্রিসাইডিং অফিসার প্রভাষক মো:হেলাল উদ্দিনের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আইনমন্ত্রীর কাছে ফলাফল কারচুপিসহ প্রিসাইডিং অফিসারের বিচার দাবী করেন।