অপরাধ পত্র:
কসবা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ের শুনানি আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে দুই বীর মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাই করা হয়েছে।
এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান,উপজেলা সাবেক কমান্ডার সহিদ উল্লা,বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমসহ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।