আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচিত ইউ,পি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার নির্বাচিত ৬০ জন ইউ,পি সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো: সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সদস্য ও চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করায় স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।