ফারজানা রশীদ ঢালী
‘গণগত পরিসংখ্যান,উন্নত জীবনের সোপান’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন।
কসবা পরিসংখ্যানর সহকারী পরিসংখ্যান অফিসার মো:ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।
বক্তব্য রাখেন,কসবা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহাম্মদ,উপজেলা সমবায় কর্মকর্তা মো:জামাল উদ্দিন,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো:ইকবাল নাছির প্রমুখ।
এই সময় সমবায় সদস্য,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।