আফরোজা ররশীদ ঢালী
কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৮৪জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ হয়েছে। এর মাঝে ৬৩জন পুরুষ ও ২১জন মহিলা সদস্য শপথ গ্রহণ করেছেন।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ রোববার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম শপথ বাক্য পাঠ করান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী.কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার জাসিদুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ৭ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,উপজেলা যুবলীগ ও ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।