আফরোজা রশীদ ঢালী
কর্মজীবী ল্যাকটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় কসবা পৌরসভার উপকার ভোগীদের স্বাস্থ্যসেবাদানে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,কসবা থানা ওসি তদন্ত হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক,শিক্ষক,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।