কসবা টিভি ডেস্ক:
কসবায়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে । মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা
” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন ।
উপজেলা নির্বাহি অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবার পৌর মেয়র গোলাম হাক্কানী , উপজেলা সমবায় অফিসার মো : জামাল উদ্দিন , কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কসবার কর্মকর্তা , আমজাদ মাস্টার সহ প্রমুখ ।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়াসহ র্যালী অনুষ্ঠিত হয় ।