বাদল আহাম্মদ খান আখা্বুড়া থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধাতুর পহেলা প্রবাসী সামাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একদিনের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর হোসেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ধাতুর পহেলা উত্তরপাড়া ফুটবল দল বনাম দক্ষিন পাড়া ফুটবল দল। এতে ট্রাইবেকারে ২-১গোলে জয় লাভ করে উত্তর পাড়া ফুটবল দল।
ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক খোরশেদ আলম বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোগড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিনা বেগম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উপজেলার খ্যাতিমান রেফারি রানা হাকিম সহ আরো অনেকে।
এসময় প্রবাসে মৃত্যুবরণকারী ইমরানের স্ত্রীকে নগদ ২৫ হাজার টাকা, ১০ হাজার টাকা করে ইমামদের ভাতা প্রদান, ধাতুর পহেলা কবরস্থানের উন্নয়নের জন্য ১৮হাজার টাকা অর্থ প্রদান করা হয়।এছাড়াও দুরারোগ্য রোগে আক্রান্ত হেবজো মিয়ার মেয়েকে ৫হাজার টাকা, ক্যান্সারে আক্রান্ত শিশু জামেলার চিকিৎসার জন্য ৫হাজার টাকা ও একটি দরিদ্র পরিবারকে ৫হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা।
পরে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও খেলায় রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ মতিন ধাতুর পহেলা প্রবাসী কল্যাণ পরিষদের এই ধরনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি অতীতেও অত্র এলাকার দরিদ্র, পীড়িত মানুষের জন্য যেমন কাজ করেছে, আশাকরি ভবিষ্যতেও তারা তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আমন্ত্রিত অতিথিরা প্রবাসীদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে