অপরাধ পত্র:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারী শিশু পরিবারে কেক কাটা সভা , নিবাসী পুণর্বাসন , পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি ছিলেনজেলা প্রশাসক মোঃ শাহগীর আলম । সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণীআসমা আক্তার , অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা , অতিরিক্ত জেলা প্যশাসক ( সার্বিক ) মোহাম্মদ রুহুল আমীন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু পরিবারের উপ তত্বাবধায়ক রওশন আরা । কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সরকারী শিশু পরিবারের ৪ জন নিবাসীকে সেলাই মেশিন ও ৬ জনকে বৃত্তি প্রদান করা হয় । এছাড়া শিশু পবিারের শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।
ReplyForward
|