আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে আয়বর্ধক ও জীবিকায়ন প্রকল্পের আওতায়, আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আখাউড়া গঙ্গাসাগর তমা সেন্টারের বেইজ অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ রেলওয়ে আখাউড়া লাকসাম ডাবল লাইন প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মোঃ আখতারুজ্জামান চৌধুরী। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ‘সমাহার’ এর আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩১টি পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
এনজিও সংস্থা সমাহারের ট্রেনিং কনসালটেন্ট মোঃ সাদিকুর রহমানের সঞ্চালনায় ১ম দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে আখাউড়া শাখার সিনিয়র উপসহকারী প্রকৌশলী (কার্য) মোঃ আব্দুল্লাহ, বাংলাদেশ রেলওয়ে’র সিনিয়র রিসেটেলম্যান্ট ও টেন্ডার স্পেশালিস্ট জহির উদ্দিন (বাবর)। এনজিও সংস্থা সমাহারের আখাউড়া এরিয়া ম্যানেজার মোঃ শফিউল্লাহ সহ আরো অনেকে।
প্রথম দিন জীবিকা নির্বাহের জন্য ক্ষুদ্র ব্যবসার উপর প্রশিক্ষণ প্রদান করেন, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রাকের ইউডিপি ট্রেইনার মোছাঃ শাহিনুর আক্তার টিটু।
সমাহারের ট্রেনিং কনসালটেন্ট মোঃ সাদিকুর রহমান জানান, এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৮৩জন, এরমধ্যে জীবিকা নির্বাহে ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে প্রথমদিন ৩১জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, আগামীকাল ২য় দিন গরু মোটাতাজাকরণ সম্পর্কে আরো ৩১জনকে ও শেষ দিনে হাঁস-মুরগি পালনের উপর ২১জনকে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।