বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে শত্রুতা, রাতের আধারে কেটে দিল ২৫০টি কলা গাছ। ঘটনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন বাগানের মালিক মোঃ নান্নু মিয়া। তিনি উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের বচিয়ারা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ নান্নু মিয়া ও প্রতিবেশীরা জানান, তার বাড়ির পাশে প্রায় দুই বিঘা জমি লিজ নিয়ে ধার দেনা করে জীবিকার তাগিদে একটি কলার বাগান তৈরি করেন, দীর্ঘ ছয় মাস খাটাখাটনির পর বাগানে যখন কলার মুচি আসার সময় হয়েছে ঠিক সেই সময়ই রাতের আধারে জমিতে থাকা প্রায় ২৫০টি কলাগাছ ই কেটে দেয় দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি হয়েছে বলে জানান জমির মালিক মোঃ নান্নু মিয়া। তার দাবি কলার বাগানটি শুরু থেকে এই পর্যন্ত আবাদ করতে তার খরচ হয়েছে প্রায় লক্ষ টাকা, ধারদেনা করে বিভিন্ন সময় বাগানের পরিচর্যায় এই টাকা তিনি খরচ করেন, তার ধারণা ছিল বাগান থেকে প্রায় তিন লক্ষ টাকার কলা তিনি বিক্রি করতে পারবেন। নিজ হাতে প্রায় ছয় মাস হাড়ভাঙ্গা কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা তার বাগানটি হারিয়ে তিনি প্রায়ই বাকরুদ্ধ হয়ে গেছেন।
সকালে এলাকাবাসীর ও প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক মোঃ নান্নু মিয়া স্থানীয় মসজিদ কমিটির ক্যাশিয়ার, তিনি অত্যন্ত সহজ সরল মানুষ, কারো সাথে তার কোন শত্রুতা নেই, এরপরও কে বা কাহারা তার এক বড় ক্ষতি সাধন করেছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।
সকালে ঘটনাটি আখাউড়া উপজেলা কৃষি অফিসার কে অবহিত করা হলে, তাৎক্ষণিকভাবে ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যান।
ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবি করেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবারসহ এলাকাবাসী……… (ভক্সপপ)।
(বিঃদ্রঃ নিউজ, ফুটেজ ও ভক্সপপ গুগোল ড্রাইভ এর মাধ্যমে মেইলে দেওয়া আছে)।