বায়েজিদ রশীদ ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির চারুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোরশেদ আলম রশিদ মিয়া ও শামীমা আলমের উদ্যোগে ১শত ৬০ জন অসহায় ও দুস্থ গরিবেবর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে মধ্যে প্রতি বস্তায় ৫কেজি চাউল,১কেজি ডালি,১কেজি ছোলা,২কেজি আলু,১কেজি ছুলা বোটসহ প্রতি বস্তায় ১৩কেজি ওজনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণ স্ব গ্রাম চারুড়ায় সীমান্ত বদ্ধ রেখেছেন। আজ সকালে স্ব বাসভবন চত্বরে বিতরণ অনুষ্ঠানে মোরশেদ আলম রশিদ মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মিসেস শামীমা আলম,দেলু মিয়া,হিরা,লোকমান সহ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।