বায়েজিদ পাঠান ঢালী ও ফারজানা রশীদ ঢালী রোপা:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক ভালো আছে। এটা পাকিস্তান প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হচ্ছে না। তারা চায় বাংলাদেশ কে দাবিয়ে রাখতে চায়। তারা জানেনা বাংলাদেশের সন্তানেরা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তান বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারবে না।
তিনি আজ শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি কলেজ মাঠে কসবা পৌর আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছেন। আপনারা জনগনের কাছে কোন জায়গা পাবেন না। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, আপনারা ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন। সেই সুযোগ আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত আপনাদের বিএনপি’র ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।
কসবা পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তাতা করেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল,কসবা পৌরসভার চেয়ারম্যান এমজে হাক্কানী, সাবেক পৌর চেয়ারম্যান এরমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা বক্তৃতা করেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল দশটা থেকে সম্মেলন স্থল কসবা টিআলী কলেজ মাঠ মিছিলে মিছিলে দলীয় নেতাকর্মীদের ভীড়ে মুখরিত হয়ে উঠে।
পরে সম্মেলনের প্রধান অতিথি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ঘোষনা করেন,আগামী ৭২ ঘণ্টার মধ্যে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকের নাম ঘোষণা করবেন।