অপরাধ পত্র ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মানন্দাপুর গ্রামের সাদেকা আক্তার শিল্পী নামে এক মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অপর সতিনসহ সতিনের ছেলে মেয়েদের বিরুদ্ধে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার মান্দাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫জনসহ আরও ২ থেকে ৩জনকে অভিযুক্ত করে কসবা থানায় এজাহার দায়ের করেছেন আহত সাদেকা আক্তার শিল্পী। আহতের পরিবার সুত্রে জানা যায়, শিলা আক্তার ও আমিনুল হক,শামছুন নাহার গংদের সাথে পারিবারিক জের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে কয়েক বার সালিশ বসে আপোষ-মীমাংসাও হয়। বুধবার বিকেলে ঘর থেকে বের হলেই পরিকল্পিত ভাবে রড,লাঠি নিয়ে সাদেকা আক্তার শিল্পীকে পথরোধ করে। এ সময় লোহার রড় দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে আহত করে বাড়ির রাস্তায় ফেলে যায়। পরে ডাক চিৎকারে আশপাশের ও পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে কসবা থানার এস আই আমান উল্লাহ মারধরের সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খোঁজ নেয়। সরেজমিনে তদন্তে সততা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। আহত সাদেকা আক্তার শিল্পী বলেন সতিনসহ সতিনদের ছেলেমেয়েদের অত্যাচারে আমি নিজ বাড়িতে জিম্মি হয়ে জীবন যাপন করছি তাই আমি ন্যায় বিচার পাওয়ার জন্য মাননীয় আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।