বায়েজিদ পাঠান ঢালী:
মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
আজ রোববার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি এসব গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে কসবা থানা হলরুমে সুধিসমাজের উপস্থিততির আয়োজন করেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভূইয়া আগত সকলকে অভিনন্দসহ শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলঅ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা আওয়ামী লগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল িইসলাম,রুহুল আমীন ভুইয়ার বকুল,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,পাক্ষিক সকালের সূয পত্রিকার সম্পাদক মো:সোলেমান খান,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান,উপজেলঅ মহিলঅ বিষয়ক কর্মকর্তা রুওনক ফারজানা রোবা প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো:হাবিবুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন ‘বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হিসেবে পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করেছে। এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে শনিবার ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। কসবা থানায় ২লাখ৫০হাজার টাকায় ব্যয়ে ১টি গৃহ নির্মাণ প্রদান করে হস্তান্তর করেছেন।