অপরাধ পত্র ডেস্ক:
সামাজিক দায় বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি । ঈদ আনন্দ হউক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে আজ তিত্বীয় দিন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক প্রদান করা হয়। আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় হালদার পাড়া সূর্য মূখী কিন্ডারগার্টেন স্কুলে “স্মাইল ইন লাইফের” উদ্যোগে ঈদ উপহার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মাইল ইন লাইফের সভাপতি আসিফ ইকবাল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন, সূর্য মূখী কিন্ডারগার্টেন এর সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ইন লাইফের সাধারণ সম্পাদক সুমন সাহাসহ সংগঠনের ৩০ জন সেচ্ছাসেবী। স্মাইল ইন লাইফের উদ্যোগে সমাজের দুঃস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর ব্রত নিয়ে পথচলা শুরু করে। রামাদান প্রোগ্রাম হিসেবে এই ঈদে প্রায় ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করবে এই সংগঠনটি।