অপরাধ পত্র ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলঅ নিরআবহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো:হাবিবুর রহমান, শত্রিক নেতা ও সাংবাদিক তবিবুর রহমান,সাংবাদিক আব্দুল হান্নান,সাংবাদিক মো:শাহআলম চৌধুরী প্রমুখ।অপর দিকে বিজয়নগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে বক্তিতা করেন উপজেলা সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুবমৈএীর আহবায়ক সন্জয় পোদ্দার,অপুর্ব দেব, সাগর দও,আয়েত আলী,মাহমুদুল আকাশ,জাতীয় কৃষক সমিতির বিল্লাল মিয়া,ইয়াকুব আলী ও নুর মোঃ প্রমুখ।এই দিকে কসবায় মহান মে দিবস পালিত হয়েছে।