ফারজানা রশীদ ঢালী রোপা:
কসবা-আখাউড়া চাকুরীজীবি এসোসিয়েশনের উদ্যোগে আজ সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা-আখাউড়া চাকুরিজীবিদের অংশ গ্রহণে ঈদ পূর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রীর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা আলাউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,কসবা উপজেলঅ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ভুইয়া বকুল,কসবা পৌরসভার সাবেক সমেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। এছাড়াও কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতারা এবং জনপ্রতিনিধি,সাংবাদিক,মুক্তিযোদ্ধা এবং কসবা-আখা্উড়া চাকুরিজীবি এসোসিয়েশনের সদস্য বৃন্দসহ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন;ইকতিয়ার আলম জনি,শরীফুল ইসলাম ও রিয়াদ হোসেন। কসবা-আখাউড়া বিচার বিভাগ এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ বিচার বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো:আব্দুল্লাহকে ক্রেষ্ট প্রদান করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন; পিতা মাতার প্রতি দায়িত্ব কত্যব পালনে সন্তানদের প্রতি আহবান জানান।