অপরাধ পত্র ডেস্ক: কসবা উপজেলা উপকন্ঠে জনতার টাওয়ার নামে দি ফুড প্যালেস পার্টি সেন্টারে বিকেলে বিভাগী কর্মী সভা কর্মসূচির আড়ালে নাশকতা ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে ছিল কসবা পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ। জনতা টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিএনপির যেকোনো নৈরাজ্য দমন করবে তারা। এমনটাই জানিয়েছে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে কসবা পৌর আওয়ামী লগের সাধারণ সম্পাদক রুস্তম খা,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ,যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক,কসবা পশ্চিম ইউপি আওয়ামী লগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক পলাশ, আবির মো:সোহাগ,আরমান খান। এই সময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতারা নাশকতা ঠেকাতে শ্লোগান দিতে থাকেতন।