আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭, ফুটবল টুনামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আখাউড়া সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ উল আলম।
টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল এবং সেমিফাইনালে জয়লাভ করে ধরখার ইউনিয়ন ফুটবল একাদশ ও মোগড়া ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহন করে। উপজেলার অন্যতম সেরা সাবেক ফুটবল খেলোয়াড় রানা হাকিমের তত্বাবধানে গঠিত মোগড়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০গোলের ব্যাবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে মোঃ মাসুদ মিয়া ও কালু মেম্বারের পৃষ্ঠপোষকতায় ধরখার ইউনিয়ন ফুটবল একাদশ টুর্নামেন্টে দারুণ চমক দেখিয়েও শেষপর্যন্ত রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অর্থাৎ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে আখাউড়ায় ফাইনাল খেলায় ধরখার ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোগড়া ইউনিয়ন ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ ভুঁইয়া বাদল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুসলেহ উদ্দিন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সহ রানারআপ দলের হাতে রানার্সআপ ট্রফি ও বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা সমূহ ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ২৫শে মে থেকে শুরু হবে, এতে আগামী ২৬শে মে বিকেল ৩টায় আখাউড়া উপজেলা ফুটবল একাদশ খেলবে বিজয়নগর উপজেলা ফুটবল একাদশের বিপক্ষে। আর টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলা আগামী ৩১শে মে অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।