ফারজানা রশীদ ঢালী:
কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সকালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন। এই সময় বক্তব্য রাখেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি,কসবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর ভুঁইয়া,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী,সফিকুল ইসলাম ভুঁইয়া রগু, মোশাররফ হোসেন ইকবাল,বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বেদন,খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহাম্মদ খান, প্রমুখ। এছাড়াও ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি সদস্য, উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। যানজটসহ মাদক প্রতিরোধকল্পে বলিষ্ঠ ভূমিকা রাখতে বক্তরা রাখেন।