ফারজানা রশীদ ঢালী কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপকন্ঠে ফলুল হক টাওয়ার পুরাতন বাজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি কসবা উপশাখা আজ সোমবার সকালে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো:হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন;মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিলেট অঞ্চলের প্রধান কামরান আহমেদ, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সাপ্তাহিন অগ্নিবাণী পত্রিকার সম্পাদক মিয়া মো:নুরুল হক, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বেদন,কসবার পুরাতন বাজার ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলঅ আওয়ামী লগের সদস্য মো:তাহের, সহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি প্রধান শাথার মো:আবুল খায়ের। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি ব্যাংওেকর পক্ষ থেকে প্রধান অতিথি,বিশেষসহ উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।