আফরোজা রশীদ ঢালী:
: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই সপ্তাহের ব্যবধানের মধ্যে কৃষকদের জমির সেচ চালিত প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্ন হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। জানা গেছে, উপজেলার মূলগ্রাম বাদৈর ইউপির শ্যামবাড়ি দক্ষিণ পাড়ার মাঠে দুই দুইবার ১০কেভি,হাতুড়াবাড়ি উওর মাঠে ৩টি,শ্যামবাড়ি পশ্চিম ৩টি, রাইতলা ৩টি,মান্দাপুর ৩টি,চারগাছ ৩টি ছাড়াও নেয়ামতপুর ৩টি শ্যামবাড়ি থেকে আবাসিক ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে রাতের আধারে। চুরি হওয়া ট্রান্সফরমার এর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।কসবা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজি এম কসবা টিভিকে জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে সেই সকল কৃষকদের ট্রান্সফরমার পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে। চোরে শুনে না ধর্মের কাহীনি কসবা থানায় বার বার সাধারণ ডাইরী করা হলেও কাজের কিছুই হচ্ছে না বলে স্থানীয় কৃষকরা জানান। এই কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কসবা টিভিকে বলেন,অভিযোগ পাওয়ার পর মাঠে তদন্ত করা হচ্ছে।