আফরোজা রশীদ ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশানের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম । এতে সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া । কর্মশালায় প্রধানমন্ত্রী ১০ টি বিশেষ উদ্যোগ- নারীর ক্ষমতায়ন , আশ্রয়ন , কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ , সামাজিক নিরাপত্ত কর্মসূচী , সবার জন্য বিদ্যুৎ , পরিবেশ সুরক্ষা , বিনিয়োগ বিকাশ , ডিজিটাল বাংলাদেশ , শিক্ষা সহায়তা ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয় । আলোচনায় বক্তারা জানান , এসব উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলেই দেশের মানুষের আর্থ – সামাজিক উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে । বক্তারা , এসব কার্যক্রম যথাযথভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মানে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে একযোগে কাজ করার আহবান জানান । কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , শিক্ষক সাংবাদিক , ইমামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিসহ ৫০ জন অংশগ্রহন করেন ।
ReplyForward
|